
| মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
সুশীল মানে- মাইকে বাগাড়ম্বর।
টকশোর মঞ্চে আলোর ঝলক,
যেখানে সত্য দাঁড়ায় ভিখিরির মতো,
আর মিথ্যা পায় লাল গালিচা।
সুশীল মানে- ফেসবুকি ছবি,
ইনবক্সে দরদাম,
সন্ধ্যার সেলফিতে আলোর চাকচিক্য,
কিন্তু ভেতরে ভেতরে শুধু লেনদেনের হিসাব।
সুশীল মানে- সংবাদপত্রের শিরোনাম,
যেখানে অর্ধসত্য সাজানো হয় পূর্ণ সত্যে।
টকশোর আলোয় জন্ম নেয় নতুন তত্ত্ব,
কিন্তু পর্দার আড়ালে থাকে শাসকের নির্দেশ।
সুশীল মানে- ভাড়াটে কলম,
তোষামোদে ভেজা গলা,
মিথ্যার পাহাড়ে চাপা সত্য,
যেখানে স্বপ্ন শুকিয়ে যায় ধুলোয়।
সুশীল মানে- পদকপ্রার্থীর নীরবতা।
অন্যায়ের সামনে ঠোঁট সিল করা,
অপেক্ষা শুধু কবে আসবে
একটি চেয়ারের ডাক,
একটি ফলকের আলো।
সুশীল মানে- কাকের পালকে রঙ,
ময়ূরের নাচের ভান।
ডাকতে গেলে শোনা যায়-
কা… কা… কা…,
তবু প্রোজেক্টরের আলোয় দাঁড়িয়ে ঘোষণা-
“আমরা আলোর দিশারি!”
শেষে থাকে শুধু মুখোশের মেলা।
দেশ নেই, মানুষ নেই,
শুধু সাজানো অভিনয়,
যেখানে প্রতিটি মুখোশের নাম একটাই-
সুশীল।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।