
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী। | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী জেলাধীন পুঠিয়া, বাগমারা, তানোর এবং গোদাগাড়ী থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি।
উক্ত পূজা মণ্ডপ পরিদর্শন,রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি’র নেতৃত্বে পরিচালিত হয়।
২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত পূজা মণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) মোঃ শরিফুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোয়াজ্জেম হোসেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোহা: তৌহিদুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সেই ক্ষেত্রে আমাদেরকে এই উৎসবকে ঘিরে সকলেই সহযোগিতা করা প্রয়োজন, সেই আলোকে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ পূর্বক টিমের সদস্য বৃন্দের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন ,রাজশাহী জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল রাজশাহী জেলা পুলিশের সকল কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার সদস্য, পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক, সদস্য সহ সুধীজনের প্রতি সুদৃষ্টি কামনা করে বলেন, আমরা অসাম্প্রদায়িক জাতি ও দেশ গড়ার লক্ষ্যে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রাখবো এবং সেই ধারা বজায় রাখার লক্ষ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সেই আলোকে তিনি বলেন,কেউ যদি আইন শৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।