
| বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
অক্টোবরের আকাশে উঠবে অতিকায় চাঁদ,
মানুষ দেখবে বিস্ময়ে,
আমি দেখব ক্ষতচিহ্ন-
অমোঘ, অনন্ত যন্ত্রণার মতো।
তুমি ছিলে আমার বিষুব,
দিন-রাতের সমান সেতু,
এখন শুধু দীর্ঘ রাত,
চাঁদ যত বড় হয়
ততই বাড়ে নিঃসঙ্গতা।
হার্ভেস্ট মুনের আলো
কৃষকেরা রাখত ফসল তোলার জন্য,
আমি রাখি তোমার স্মৃতির ছায়া আঁকড়ে।
বল তো,
এই সুপারমুন কি পারে
শূন্য হৃদয় ভরতে?
নাকি এ-ও তোমার মতো,
আলো হয়ে থেকেও
চিরকাল দূরে বাঁধা?
Posted ৭:২৬ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।