• শিরোনাম

    মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ গড়ি।

    মনোহরদীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

    মোঃ কামরুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

    মনোহরদীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

    apps

    ১৬/০৬/২০২১ ইং তারিখ বুধবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে হেতেমদী গ্রামে সামাজিক সংঘঠন নরসিংদীর বাতিঘর মনোহরদী উপজেলা শাখার পক্ষথেকে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাশেম। বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনের আগে সামাজিক দূরত্ব বজায় রেখে নরসিংদীর বাতিঘর মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরনের সংঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাশেম, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ হিরণ, খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ রমজান আলী, চন্দনবাড়ী ইউপি সদস্য মোঃ আইয়ূব আলী। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন কোচেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক স্বাধীনতা শিক্ষক পরিষদ (মাদ্রাসা) নিরাপদ সড়ক চাই মনোহরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সনজন রায়, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, নরসিংদী জজ কোর্টের এ.পি.পি হাবিবুর রহমান তৌহিদ, সুলাইমান মৃধা কামাল, মোঃ মাকসুদ আলম মাছুম সহকারী শিক্ষক প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাশেম বলেন পরিবেশ বাঁচান গাছ লাগান এই ¯েøাগানে যারাই জন কল্যাণ মূলক কাজে এগিয়ে আসবে তাদের জন্য আমার পক্ষথেকে যে কোন সহযোগীতা সব সময় থাকবে।

    বাংলাদেশ সময়: ১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ