
| শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বিষাক্ত কীটনাশক ঔষধ প্রয়োগের মাধমে রোপনকৃত ধানী জমিনের চারা নষ্ট করে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জমির খতিয়ানের প্রকৃত মালিকগনের মৃত উলা মিয়ার ওয়ারিশ জিয়াবুল হোসেন, পিতা মৃত উলা মিয়া, মোঃ ইউনুছ পিতা -মৃত শামসুল আলম, মোঃ ইছাক, উলা মিয়ার পুত্র যথাক্রমে মোঃ ইসলাম, , মোঃ শপি, মোঃ আলম, মোঃ আব্দুল হক, মোঃ আজিজুল হক মোঃ হামিদুল হক,গং রাজারকুলের দক্ষিণ কাঁঠালীয়া পাড়া (কাঁঠইলা) বিলের মধ্যে ১৮৬৮ নং বি এস খতিয়ানের (মৃত উলা মিয়া পিং ওয়াজদ্দিন সাং নিজ) ৭৫৮৮ দাগে (নাল) ১ একর ৬০ শতাংশ এই জায়গা নিয়ে দীর্ঘ দিন যাবত ফঁতেখারকুল ইউনিয়নের মুক্তিযুদ্ধা মৃত মোঃ হারুনুর রশিদের বড় ছেলে আবু রাশেদ, আবু শাহাদাত, মোঃ ওসমান – পিতা মৃত হোসেন, সাং – খোন্দকারপাড়া, ৩ নং ওয়ার্ড,মোঃ সোহেল মানিক, পিতা – ছুরত আলম,সাং চৌকিদার পাড়া ৪ নং ওয়ার্ড, রাজারকুল । উল্লেখিত ব্যক্তিবর্গনের সাথে মৃত উলা মিয়ার ওয়ারিশদের সাথে জমি নিয়ে ঝগড়া, বিবাদ ও মামলা মোকদ্দমা চলে আসছিল বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য গন। । জমিনের রোপন কৃত ধানের চারা ও নষ্ট করে তাদের বছরের খোরাক ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষকরা অনেক কষ্ট করে ধান গুলো ধার কজ্ব নিয়ে রোপন করেছিল। কিন্তু তাদের অর্জিত স্বপ্নগুলো শেষ করে দিল রাতের অন্ধকারে। এইভাবে সবুজ ফসলগুলো কীটনাশক ওষুধ চিঠি জ্বালিয়ে দিবে কখনো ভাবেনি তারা। মালিকগন আরও অভিযোগে জানান কষ্টের মূল্য সন্ত্রাসীরা একটু ও চিন্তা করেনি, তাদের বিবেকে একটুও কি দাইয়া মাইয়া ছিল না। এভাবে কান্না কন্ঠে জমির মালিকগণ জানান। এলাকাবাসীরা জানান জমিতে এভাবে রাতের অন্ধকারে কীটনাশক বিষাক্ত ওষুধ ছিটিয়ে সমস্ত ধান গুলো নষ্ট করে কৃষক ও রাষ্ট্রের সম্পদ বিনষ্ট করা অত্যান্ত অমানবিক, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়ার দাবী জানিয়েছেন ভোক্তভোগী পরিবার।
Posted ৬:১৩ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।