• শিরোনাম

    সুন্দরগঞ্জে পুলিশের সচেতনতা মূলক মহড়া

    রংপুর ব্যুরো: মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    সুন্দরগঞ্জে পুলিশের সচেতনতা মূলক মহড়া

    apps

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সচেতনতা মূলক মহড়া দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ী, শ্রীপুর, কাপাশিয়া, চন্ডিপুর ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান একদল পুলিশসহ সাইরিন বাঁজিয়ে জন সচেতনা মূলক মহড়া দেয়। এ মহড়ায় প্রতিটি ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করে। সন্ধ্যার পর অহেতুক বাইরে ঘোরা ফেরা ও আড্ডা বন্ধে কিশোরদের প্রতি নজর রাখতে অভিভাবকদের নিকট অনুরোধ জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বারের মতো সুন্দরগঞ্জে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মহড়ার মাধ্যমে নিজ সন্তানগণ সন্ধ্যার পর কোথায় যায় কি করে, সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের আহবান জানানো হয়। পুলিশের এ ধরণের ব্যতিক্রম সচেতনতা মূলক মহড়ার ফলে এলাকায় অপরাধ মূলক কাজের সাথে জড়িত চক্র কোনঠাসা হয়ে পড়েছে। এমন মহড়া চলমান থাকলে এলাকায় সকল ধরনের অপরাধ মূলক কাজ বন্ধ হবে বলে অনেকেই আশা করেন। কে.এম আজমিরুজ্জামান বলেন, অপরাধ মূলক কাজ বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের মহড়া অব্যহত থাকবে ।

    বাংলাদেশ সময়: ১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ