• শিরোনাম

    সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

    সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

    apps

    সিরাজগঞ্জের কামারখন্দে রেল লাইনে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাজিয়া খাতুন (৫২) নামের মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।

    বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে উপজেলার চালা গ্রামে এ ঘটনা ঘটে।

    রাজিয়া খাতুন চর কামারখন্দ গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। তিনি অসুস্থ্য থাকায় চালা গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

    সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ইব্রাহিম হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন একজন মানসিক প্রতিবন্ধী। তিনি বাবার বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

    আজ সকালে বাবার বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন রাজিয়া। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:২২ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ