• শিরোনাম

    সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

    সাদুল্লাপুর প্রতিনিধি সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

    apps

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে কৃষকের সংগে কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকালে সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    উঠান বৈঠক এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রোস্তম আলী এডিডি উদ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা।

    বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মতিউল আলম।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মাহবুর আলম, উপ-সহকারি কৃষি অফিসার রুহুল আমিন মণ্ডল প্রমুখ ।
    বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। তাই উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। খাদ্য উৎপাদনে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। আমরা সবসময় কৃষকদের পাশে আছি। সমন্বিত প্রচেষ্টায় কৃষি এগিয়ে যাবে, হবে আরো সমৃদ্ধি আর দেশ হবে সম্পদশালী।
    আলোচনা শেষে ২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ফলজ গাছের চারা, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ, স্মার্ট কার্ড ও স্মার্ট প্লেট বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ