• শিরোনাম

    সাদুল্লাপুরের তিন ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    সাদুল্লাপুর প্রতিনিধি : মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

    সাদুল্লাপুরের তিন ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী  বিজয়ী

    apps

    গাইবান্ধার সাদুল্লাপুরের তিন ইউপিতে নৌকার ভরা ডুবি স্বতন্ত্র প্রার্থীরা জয়ী।

    উপজেলার তিন ইউপিতে ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
    তার মধ্যে বনগ্রামে ৪ জন, কামারপাড়া ৭ জন,ও জামালপুরে ২ জন প্রার্থী।

    ২৮ নভেম্বর সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা বিরতি হীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে।

    রাত ১০টায় উপজেলা হলরুম থেকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।এতে বনগ্রাম, (আনারস), জামালপুর,(ঘোড়া) ও কামারপাড়ায় (টেবিল ফ্যান) প্রতীকের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

    বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নয়টি কেন্দ্রের ফলাফলে(আনারস) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল কাউয়ুম হুদার প্রাপ্ত ভোট ৬৬৯৮। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ আওয়ামিলীগের মোকলেছুর রহমানের (নৌকা)প্রাপ্ত ভোট ৩৮০২। বিজয়ী আনারস প্রতীক।

    জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান শুভ(কাওছার মন্ডল) ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৯২৫৮। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজা( আনারস) প্রাপ্ত ভোট ৮৫০৫।বিজয়ী ঘোড়া।

    কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এ আর এম মাহফুজার রহমান (টেবিল ফ্যান) প্রতীকের প্রাপ্ত ভোট ৩৬০৫ তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম(ঘোড়া ) প্রাপ্ত ভোট ৩৩৯০ বিজয়ী টেবিল ফ্যান।

    তিনটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান।
    এতে ২৯ কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো ৬৮ হাজার ২ শত ৪৮ জন।

    বাংলাদেশ সময়: ৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ