• শিরোনাম

    সরাইলে দুই সংগঠনের অনুষ্ঠান পালনের ঘোষণা, অনুষ্ঠান ঘিরে চরম উত্তেজনা

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ মাঠে একই দিনে দুই সংগঠনের অনুষ্ঠান পালনের ঘোষণা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে নানা ভাবে মিশ্রতি লেখালেখি করছে। একই স্থানে দুই অনুষ্ঠান ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো একপক্ষ অনুষ্ঠান প্রত্যাহার না করলে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
    জানা যায়, আগামীকাল বুধবার (৫ জুলাই) বেলা ১১ টায় সরাইল সরকারি কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে মানবিক সরাইল জে বি। অপর দিকে একই দিনে কলেজ মাঠে কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগের অনুষ্ঠান পালনের ঘোষণা দেয়।

    এনিয়ে সরাইল সরকারি কলেজ মাঠ ব্যবহার করার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা কাছে পত্র দিয়েছে মানবিক সরাইল জে বি ও কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগ। এ অবস্থায় বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক নানা আলোচনা চলছে, পাশাপাশি দেখা দিয়েছে অসন্তোষ ও উত্তেজনা। এলাকার শান্তি বজায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
    জানতে চাইলে মানবিক সরাইল জে বি সংগঠনের সাধারণ সম্পাদক মো. অহিদুজামান লস্কর অপু বলেন, ডিসি স্যার সরকারি কলেজ মাঠ ব্যবহার করার জন্য আমাদের অনুমোদন দিয়েছে অনুষ্ঠান হবে।

    অপর পক্ষের কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাহাদাত মৃধা রাসেল বলেন, আগামীকাল ৫ জুলাই আমাদের অনুষ্ঠান হবে। কলেজ মাঠে অনুমতির জন্য উপজেলা প্রশাসনের কাছে পত্র দিয়েছি। প্রশাসন অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এলাকার বিট অফিসার আমাদের ডেকে বলেছে মাঠের অনুমতি নিতে জেলা প্রশাসকের কাছে যেতে হবে।

    এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ডিসি স্যার অনুমোদন দিলে অনুষ্ঠান করতে পারবে।
    সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ডিসি স্যার কলেজ মাঠে অনুষ্ঠানের অনুমতি দেয় নাই। অনুমতি দিলে অনুষ্ঠান করতে পারবে।

    বাংলাদেশ সময়: ১০:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ