
নবকণ্ঠ ডেস্ক | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন। আজ সোমবার সচিব পদে পদোন্নতির পর তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
পৃথক আদেশে, অধ্যাপক ড. কাউসার আহাম্মদকে সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে তার অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) তীব্র প্রতিক্রিয়া দেখায়। সেখানে বেশ কয়েকজন কর্মকর্তার বক্তব্য ভালোভাবে নেয়নি সরকার।
যদিও অভিযোগ অস্বীকার করে নায়িরুজ্জামান জানান, আমি ওইদিন অনলাইনে যুক্ত ছিলাম না। আমি ওই দিন স্থানীয় সরকার উপদেষ্টা স্যার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ছিলাম। অনলাইনে যুক্ত হতে পারিনি।
মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি আওয়ামী সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
Posted ৭:৪০ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।