• শিরোনাম

    শ্রীমঙ্গলে রিসোর্ট ও দর্শনীয় স্থানগুলোতে পর্যটক শূন্য

    আফজল হোসেইন শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

    শ্রীমঙ্গলে রিসোর্ট ও দর্শনীয় স্থানগুলোতে পর্যটক শূন্য

    apps

    বিএনপি জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল অবরোধে পর্যটন শূন্য হয়ে পরেছে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলা।

    বিএনপি জামায়াতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচীর কারণে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আসতে পারছেন না বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসুরা

    শুক্রবার(২৪ নভেম্বর) এমন একটি চিত্র দেখা যায় সরেজমিনে গিয়ে,প্রত্যেক বছরে এই সময়ে বিভিন্ন রিসোর্ট,হোটেল,গেস্ট হাউজে পর্যটকরা অগ্রিম রুম বুকিং দিয়ে থাকে কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা হরতাল অবরোধের কারণে রিসোর্ট,রেস্ট হাউজ,হোটেল,গেস্ট হাউজ গুলোতে দেখা যায় ভিন্ন চিত্র,কোন রিসোর্ট গুলোতে দেখা যায় স্টাফ গুলো বসে গল্প করছে কেউ বা অলস সময় পার করতে দেখা যায় দেশে রাজনৈতিক অস্থিরতা বিএনপির জামায়াতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচীতে পর্যটনশিল্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    এছারাও শ্রীমঙ্গল এর দর্শনীয় স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যান,বধ্যভূমি-৭১,চা বাগান,টি রিসোর্ট,মোহাজেরাবাদ লেবু বাগান,আনারস বাগান,শ্রীমঙ্গল চা জাদুঘর,ডিনস্টন সিমেট্রি,চাকন্যা ভাস্কর্য,নির্মাই শিববাড়ি,চা গবেষণা ইনস্টিটিউট,বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন,খাসিয়াপুঞ্জি,টিপরা পল্লি,মণিপুরী পাড়া,গারো পল্লি,নীলকণ্ঠ টি কেবিন,বার্নিস টিলা,গলফ কোর্স,পাখি বাড়ি,বাদুর বাড়ি,লালমাটি পাহাড়,রাবার বাগান,বাইক্কা বিলে পর্যটকদের আনাগোনার

    চিত্র ছিল তুলনামূলক খুব কম,শীতকালীন সময়ে বিশেষ করে নভেম্বর মাসে শ্রীমঙ্গলের রিসোর্ট ও দর্শনীয় স্থানগুলেতে পর্যটকদের ভীর থাকে চোখে পরার মতো দেশব্যাপী হরতাল অবরোধের কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় এমনকি পর্যটকদের মাঝে ভয় ভয় কাজ করার কারণে পর্যটকরা বেড়াতে আসতে পারছেন না বলে জানান পর্যটনশিল্পের সংশ্লিষ্টরা।

    এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে বালিশিরা রিসোর্ট এর স্বত্তাধিকারী মো:রাসেল আহমেদ বলেন বিগত বছরগুলোতে করোনা মহামারী থাকায় তেমন একটা ব্যবসা করতে পারিনাই আমরা,ভর্তুকি দিয়ে কর্মচারী ও প্রতিষ্ঠান চালিয়ে নিয়েছি যখন এসব প্রতিকূলতা পেরিয়ে সোজা হয়ে দারিয়েছি এর মধ্যে হরতাল অবরোধের কারণে পর্যটকরা একেবারে আসা বন্ধ হয়ে গেছে।এ বিষয়ে সাত কালার চা খ্যাত নীলকণ্ঠ চা কেবিনের সত্বাধিকারী রমেশ রাম গৌড় বলেন আমদের ব্যবসা মূলত পর্যটকদের উপর নির্ভরশীল সাড়া বছরের ব্যবসা হয় আমাদের শীত মৌসুমে হরতাল অবরোধে কারণে ব্যবসায় অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।

    বাংলাদেশ সময়: ৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ