• শিরোনাম

    শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত

    মোঃ জুয়েল রানা মাগুরা জেলা ভ্রাম্যমান প্রতিনিধি সোমবার, ০২ অক্টোবর ২০২৩

    শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত

    apps

    মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিিচালি হয়েছে। সোমবার সকালে এ অভিযানে শিশুদের নকল ও ভেজাল পানীয় জুুস প্রস্তুত ও বাজারে বিক্রির অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

    জানা যায়, সে মদনপুর গ্রামের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছিল। তখন একই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা, সকল পানীয় ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছিলো।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী কর্মকর্তা মামুনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আতিকুর রহমান, মাঠ ও বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

    পরে দুপুরে ভোক্তা অধিকার আরো একটি অভিযান পরিচালনা করেন। এ সময় টুপিপাড়া জিহাদ বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    বাংলাদেশ সময়: ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ