রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে “ডিন’স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট


 

২৯ জুন ২০২৫ রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে “ডিন’স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪” আজ বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের অডিটোরিয়ামে (২য় তলা) আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারিদা আখতার। তিনি বলেন জুলাই অভ্যুত্থানে শেকৃবি শিক্ষার্থীদের ভূমিকা দেখে আমরা গর্বিত। ডিন’স অ্যাওয়াড প্রাপ্তীতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় তিনি খুব খুশি হন এবং গর্বভরে বলেন গ্রমের অধিকাংশ নারীরাই গবাদী পশু পালন করে আর এই কৃষাণীরা নারী পশু ডাক্তারদের কাছ থেকে অতি সহজে গবাদী পশুর সেবা নিতে পারবে। তিনি আরোও বলেন আমরা যদি Foot and Mouth রোগ প্রতিরোধ করতে পারি তাহলে আমরা আমাদের দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, এবং নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিন ও “ ডিন’স অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন-২০২৪”-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ ও স্নœাতক পর্যায়ে বিভিন্ন বর্ষের ৯০ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া স্মারক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins