• শিরোনাম

    শেরপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এনামুল হক,শেরপুরঃ সোমবার, ০১ মে ২০২৩

    শেরপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    apps

    “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-
    মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে সারাদেশে ন‍্যায় শেরপুরে শ্রমিক-মালিকের সুসম্পর্কের মাধ্যমে
    প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। ১লা মে-২০২৩ সোমবার সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি’র চত্বরে গিয়ে শেষ করা হয়।

    বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী ও শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

    পরবর্তীতে র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমির চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, পৌর প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা প্রমূখ।

    বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ