• শিরোনাম

    শেরপুরে ভুয়া কাজীদের অবৈধ কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

    এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

    শেরপুরে ভুয়া কাজীদের অবৈধ কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

    apps

    শেরপুর জেলার বাল্য বিবাহ ও বৈবাহিক অপরাধ প্রতিরোধে নোটারি পাবলিক কর্তৃক বাল্যবিবাহ ও তালাকের হলকনামা বন্ধ করা, ভুয়া কাজী ও অধিক্ষেত্রের বাইরের কাজী দ্বারা বিবাহ তালাক নিবন্ধন করার প্রতিবাদ সহ অবৈধ কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে শহরের ডিসি গেইট সন্মুখে আল আমিন কাজীর অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    লিখিত বক্তব্যে জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ বলেন, শেরপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের কাজী দাবীকারী রাজুকে আদালত ৬ মাসের জেল ও জরিমানা করার পরেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও শেরপুরের বিভিন্ন এলাকার অবসরকারী ও মৃত্যুবরণকারী নিকাহ্ রেজিষ্ট্রারদের ছেলেগণ ও কতিপয় ভুয়া কাজী আইন মন্ত্রণালয় হতে নিকাহ্ রেজিষ্ট্রার পদে নিয়োগ না পেয়ে কাজী অফিসে সাইনবোর্ড টানিয়ে এবং বিজ্ঞ নোটারি পাবলিকগণ ফলফনামার মাধ্যমে ঘোষণা দিয়ে বাল্যবিবাহ ও তালাক সম্পাদন করছে। এ ছাড়াও তিনি অনেক ভুয়া কাজির অপকর্ম সাংবাদিকদের তুলে ধরে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    এসময় আবু জর আল আমিন কাজী, আলমগীর হোসেন কাজী, আনোয়ারুল হক কাজী, সায়েম কাজী সহ সদর উপজেলার বিভিন্ন কাজী উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ