• শিরোনাম

    শেরপুরে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এনামুল হক,শেরপুরঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

    শেরপুরে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    apps

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈশাখী টেলিভিশনের ১৮ বর্ষ পদার্পন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশীমালা সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহমুদুল হক। শেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটু, এটিএন বাংলা ও দৈনিক যুগান্তর শেরপুর জেলা প্রতিনিধি এডভোকেট আব্দুর রহিম বাদল, বাসস শেরপুর জেলা প্রতিনিধি সঞ্জিব চন্দ বিল্ট ও শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল প্রমূখ। এসময় অন‍্যান‍্যদের মধ্যে শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান, দৈনিক দেশ রুপান্তর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, সাংবাদিক কাজী মাসুম, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, জাহিদুল ইসলাম খোকন, ফজলুল করিম, কাকন সরকার, শাহিনুর রহমান পনির, অভিজিৎ শাহা, সোহাগী আক্তার, দৌলত আকন্দ, রাজন মিয়া সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বৈশাখী টেলিভিশনের শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে কেক কাটা হয়।

    বাংলাদেশ সময়: ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ