• শিরোনাম

    শেরপুরে প্রীতি ফুটবল খেলাসহ নানান আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

    এনামুল হক,শেরপুর: শনিবার, ০৫ আগস্ট ২০২৩

    শেরপুরে প্রীতি ফুটবল খেলাসহ নানান আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

    apps

    শেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সর্বকালের শ্রেষ্ট বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী।

    দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকায় ডিসি অফিস চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করা হয় দিনের কর্মসূচি। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

    পরে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী জেবুন্নেছা হক শারমিন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য ও অন্যান্য ডাক্তারবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের পক্ষ প্রেসক্লাব নেতৃবৃন্দ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সড়ক বিভাগ, মহিলা আওয়ামীলীগ, সদর উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা প্রশাসন, সদর উপজেলা নির্বাচন অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, যুব মহিলা আ.লীগ, শিশু একাডেমী, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস ব্যুরো, খাদ্য বিভাগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

    পরে দোয়া পরিচালনা শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

    প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রমুখ। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

    দিবসটি উপলক্ষ্যে বিকাল ৪ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ স্মৃতি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী একাদশ ও শেরপুর সদর উপজেলা একাদশ।

    প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুক্তাদিরুল আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এড. রফিকুল ইসলাম আঁধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

    শেরপুর সদর উপজেলা একাদশ ৩-০ গোলে জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম উভয় দলের খেলোয়াড়দের আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বীতামুলক ফুটবল খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান

    বাংলাদেশ সময়: ৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ