• শিরোনাম

    শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো পরির্দশন করলেন বেসামরিক বিমান,পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব

    এনামুল হক,শেরপুরঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

    শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো পরির্দশন করলেন বেসামরিক বিমান,পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব

    apps

    শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাধীন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করলেন,বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। ১৬ সেপ্টেম্বর শুক্রবার তিনি এসব স্থান পরির্দশন করেন। জেলা প্রশাসক সাহেলা আক্তার এর উদ্যোগে ও আমন্ত্রণে সচিব মোকাম্মেল হোসেন শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাধীন পর্যটন স্থান সমূহ পরিদর্শন এবং পর্যটন মোটেলের প্রস্তাবিত স্থানের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই-বাছাই করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবের একান্ত সচিব এ এইচ এম জামেরী হাসান প্রমূখ। এছাড়াও জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আসিফ রহমান, সহকারী কমিশনার (পর্যটন সেল) সানাউল মোর্শেদ উপস্থিত ছিলেন। সচিব ও তার সফর সঙ্গীগণ গজনী অবকাশে পৌঁছালে জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনকে। পরে তারা বিভিন্ন স্থান পরির্দশন করেন।

    বাংলাদেশ সময়: ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ