• শিরোনাম

    শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু হিসাবে রূপান্তরিত করেছে- এমপি শাওন

    মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা) : রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

    শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু হিসাবে  রূপান্তরিত করেছে- এমপি শাওন

    apps

    পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে কমিনিউটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় তজুমদ্দিন থানার আয়োজনে কমিনিউটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে রেলী ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

    এসময় এমপি শাওন বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিনরাত পরিশ্রম করছেন। এলাকায় এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নির্মূলে সর্বদা কাজ করছেন পুলিশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু হিসাবে রূপান্তরিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া,মহিলা ভাইস-চেয়ারম্যান কহিনূর বেগম শিলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৭:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ