• শিরোনাম

    শীতকালেও কমেনি সবজির দাম

    আবু নাঈম ময়মনসিংহ জেলা প্রতিনিধি :- ময়মনসিংহের বাজারগুলোতে শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

    শীতকালেও কমেনি  সবজির দাম

    apps

    এখনো কমেনি শীতকালীন সবজির দাম। সবজির চড়া দামে দিশাহারা মানুষ। ময়মনসিংহের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত শীত মৌসুমের চেয়ে এ বছর সকল সবজির দাম প্রায় দ্বিগুণ। বাজারগুলোতে প্রতি কেজি গোল আলু ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, করলা ১০০ টাকা ও শশা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস মিষ্টি কুমড়া ৭০ টাকা, ফুলকপি ৬০ টাকা ও বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি পিয়াজ ১০০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, আদা ২৪০ টাকা ও রসুন ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সানকিপাড়া বাজারের একজন সবজি ক্রেতা বলেন, গত বছর এই সময়ে আলু কিনলাম ২৫ টাকায় আর বেগুন কিনলাম ৩৫ টাকায়। কিন্তু এবছর সেই একই সময়ে আলু কিনতে হচ্ছে ৬০ টাকায় আর বেগুন কিনতে হচ্ছে ৭০ টাকায়। শীত গেলে কি সবজির দাম কমবে। আরেক ক্রেতা দুঃখ প্রকাশ করে বলেন, পাঁচশত টাকার সবজি কিনলেও বাজারের ব্যাগ ভরে না। কী খেয়ে বাঁচবো আমরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানোই দায়।

    বাংলাদেশ সময়: ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ