
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল-জংশন সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এটি বিট্রিশ আমলে তৈরি হয়েছিল শতবছরেও এ জংশনে উন্নয়নের ছোঁয়া কিংবা মেরামতের কাজ শুরু হয়নি। জোড়াতালি দিয়েই চলছে এ স্টেশনের কার্যক্রম। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ২০১২ সালে শায়েস্তাগঞ্জ জংশনটি মডেল জংশন এসে পরিচিত করে নতুন ভবন তৈরি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার আগমন উপলক্ষে ১৫ দিন আগ থেকেই দিনে রাতে মেরামত ও উন্নয়নের কাজ করে যাচ্ছেন রেল কর্তৃপক্ষ, স্থানীয়রা মনে করছেন একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে অভিযোগ রয়েছে, যে পরিমাণ টেন্ডার হয়েছে তার ৫০% কাজও রেল কর্তৃপক্ষ করেনি কাজের মধ্যে চরম দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে।
স্থানীয়রা আরও জানান শুধুমাত্র রঙ ফুল বাগানসহ রেল লাইনের কিছু ত্রুটিপূর্ণ শিক মেরামত করা হচ্ছে, এ ছাড়া আর কিছুই করা হচ্ছে না। অথচ এসব মেরামতের জন্য পর্যাপ্ত বাজেট রয়েছে মন্ত্রনালয়ের কিন্তু তার ৫০% কাজও করা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায় এসব দৃশ্য নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বোনের আগমনে কাজ করানো হচ্ছে নতুবা যেভাবে ছিলো সেভাবেই থাকতো তবে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ করা হচ্ছে।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।