• শিরোনাম

    লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ৩ এর অক্টোবর সেবা মাস কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান এবং সেকেন্ড কেবিনেট মিটিং অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

    লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ৩ এর অক্টোবর সেবা মাস কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান এবং সেকেন্ড কেবিনেট মিটিং  অনুষ্ঠিত

    apps

    লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ৩ এর অক্টোবর সেবা মাস কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান এবং সেকেন্ড কেবিনেট মিটিং লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়াম, লায়ন্স টাওয়ার আগারগাঁও, ঢাকায় গতকাল ২৭ অক্টোবর বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর সম্মানিত প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, এম্বাসেডর অফ গুডউইল কাজি আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, এম্বাসেডর অফ গুডউইল শেখ কবির হোসেন পিএমজেএফ এবং প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, এম্বাসেডর অফ গুডউইল মোসলেম আলি খান পিএমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পিডিজি নাযমুল হক পিএমজেএফ, গ্যাট এরিয়া লিডার এবং আন্তর্জাতিক পরিচালক এন্ডর্সি ২০২৫, এমডি৩১৫, কাউন্সিল চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার মোঃ আবদুল ওহাব পিএমজেএফ, পিসিসি এ কে এম রেজাউল হক এমজেএফ, এম্বাসেডর অফ গুডউইল এবং চেয়ারম্যান- বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স পিডিজি ফোরাম এর চেয়ারম্যান পিডিজি এম এ হাসান পিএমজেএফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন ও স্পাউস অফ ডিজি এস কে কামরুল, সেকেন্ড ভাইস কাউন্সিল চেয়ারপার্সন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী এমজেএফ, কেবিনেট সেক্রেটারি ৩১৫ এ৩ লায়ন মোঃ তসরুজ্জামান, কেবিনেট ট্রেজারার লায়ন এডভোকেট রাখাল চন্দ্র সরকার এমজেএফ, সিনিয়র লায়ন ও
    কনভেনশন চেয়ারপার্সন লায়ন সৈয়দ মোহাম্মদ শরিফ এমজেএফ, লায়ন মোঃ শাহ আলম রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার , লায়ন ইস্তিয়াক হোসেন দিদার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার, লায়ন এ এফ এম এনামুল হক এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার, জিএমটি কোঅর্ডিনেটর লায়ন প্রিন্সিপাল গেলাম সারওয়ার সহ ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ এর সকল কেবিনেট মেম্বার ও লিও সদস্যরা। উক্ত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবছরের সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর ডাইনামিক লিডার, লাইট হাউস অব দ্যা লিওস লায়ন ফারহানা বকস্।

    লায়ন্স ইন্টারন্যাশনাল এর জন্য অক্টোবর সেবা মাস হলো সেবা কার্যক্রমের সর্বোচ্চ পরিধি। এমাসে বিশ্বের সকল লায়ন্স ক্লাব সমূহ বিপুল পরিমাণ সেবা কার্যক্রম করে থাকে। ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ এর অন্তর্ভুক্ত সকল ক্লাব গুলো গত একটি মাস ব্যাপক সেবা কার্যক্রম পরিচালনা করেছে। বৃক্ষ রোপন, বিনামূল্যে ডায়াবেটিস চেক-আপ, চক্ষু পরিক্ষা, ছানি অপারেশন, মাছের পোনা অবমুক্তকরন, র‍্যালী, খাবার বিতরন, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবছরে এই কার্যক্রমের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ, দ্বিতীয় স্থান অধিকার করে লায়ন্স ক্লাব অব ঢাকা চকবাজার, তৃতীয় স্থান অধিকার করে লায়ন্স ক্লাব অব ঢাকা ট্রেড লিংক।

    সেকেন্ড কেবিনেট মিটিং পর্বটি নৈশভোজের পরেই অনুষ্ঠিত হয়। এই পর্বের সভাপতির দায়িত্ব পালন করেন সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর ফারহানা বকস্। ফার্স্ট কেবিনেট মিটিং এর কার্যবিবরনী উপস্থাপন, ট্রেজারার রিপোর্ট উপস্থাপন, বিবিধ পর্বে বিভিন্ন বিষয় আলোচনা সহ এজেন্ডা অনুযায়ী অন্যান্য বিষয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা ও সিধান্ত গৃহীত হয়। সর্বোপরি আনন্দঘন পরিবেশের মাধ্যমে ঝাকঝমকপূর্ন অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।

    বাংলাদেশ সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ