• শিরোনাম

    “রোজা” জীবনের গুনাহ পুড়িয়ে ছাঁই করে দেয়

    নিজস্ব প্রতিবেদক মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

    “রোজা” জীবনের গুনাহ পুড়িয়ে ছাঁই করে দেয়

    apps

    রোজার সঙ্গে গোনাহ মাফের সম্পর্ক খুব গভীর। রমজানের ফরজ রোজা যেমন গোনাহ মিটিয়ে দেয় তেমনি বছরের বিভিন্ন সময়ের নফল রোজাও গোনাহ মিটিয়ে দেয়।

    রমজান মাসে একদিকে বান্দা রহমতের বারিধারায় স্নাত হয়। প্রতি রাতে, প্রতি সকালে, সাহরির মুহূর্তে, ইফতারের মুহূর্তে; রহমত ঢেকে ফেলে বান্দাকে। অপরদিকে মাগফিরাতের অগ্নিশিখা জ্বালিয়ে দেয় বান্দার সব পাপ। রোজা সব পাপ জ্বালিয়ে দেয়, ভস্মীভুত করে দেয়।

    হযরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেওয়া হবে।
    (সহিহ বুখারী : ৩৮)

    আল্লাহ তায়ালা সবাইকে পরিপূর্ণ হক আদায় করে রমজানে রোজাপালনের তাওফিক দান করুন।

    বাংলাদেশ সময়: ৭:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    যুগে যুগে নবীরা কেন এসেছেন

    ২৮ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ