মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী। | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
কম্পিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিট কভার সংযুক্ত ও শুভ উদ্বোধন করেন রাজশাহী পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক জনাব ফরিদ আহমেদ।
তথ্য সুত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে ট্রেনের বগিতে সিট কভার প্রদান করা হয়।
উক্ত উদ্বোধন ৩০ নভেম্বর ইং তারিখ রোজ রবিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোঃ আমিনুল হাসান এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষনিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জিএম ফরিদ আহমেদ আরও বলেন,এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিটকভার সংযুক্ত করা হলো।
তিনি এশিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রী সেবায় অগ্রনী ভূমিকা রাখবে। তথ্য নিশ্চিত করেন, মোঃ সেলিম জাহাঙ্গীর।
Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।