• শিরোনাম

    রাজশাহী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    রাজশাহী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    apps

    রাজশাহীতে বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল ৮টায় কোর্ট চত্বর শহীদ মিনারে উপস্থিত থাকার আহবান জানানো হয়। রমজানের আগেই মেয়াদ উত্তীর্ণ সকল উপজেলা কৃষক লীগ কাউন্সিল ও বর্ধিত সভা শেষ করার এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় রাজশাহী জেলা আওয়ামী লীগ (সিটি হাট সংলগ্ন) কার্যালয়ে রাজশাহী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    সভায় রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, আব্দুল মান্নান, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, আরব আলী, শফিউল আলম ইমন মন্ডল, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, দপ্তর সম্পাদক আসমান আলী স্বপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক রিপন, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম তোতা, মৎস্য বিষয়ক সম্পাদক মানিক।

    আরোও উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, মোহনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমসেদ আলী ও সাধারণ সম্পাদক শামীম আলী, বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি আশরাফ আলী, বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য সাদ্দাম হোসেন, মাসুম আলম, আখতার রহমান, আফসার আলী, কামাল পারভেজ সবুজ, নাসির উদ্দিন, সুজন কবির সহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১০:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ