• শিরোনাম

    রাজশাহীতে সেমিনার ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

    নিজস্ব প্রতিবেদক: বুধবার, ১৭ মে ২০২৩

    রাজশাহীতে সেমিনার ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

    apps

    সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হোন, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৩ উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় ।

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নতুন ভবন লক্ষ্মীপুর বাকির মোড়ে অনুষ্ঠিত ক্যাম্পে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সাধারণ সম্পাদক প্রফেসর মহা: হবিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর আইসিইউ প্রধান ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল ও রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইফতেখার হোসেন ও হৃদরোগ বিভাগের রেজিস্টার ডাক্তার এ এস এম সায়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান আবাবিল ও ডাক্তার রেজয়ানুল হক । উপস্থিত আলোচকবৃন্দ বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ধূমপান বর্জন, তৈলাক্ত খাবার ও বেশি লবণ খাওয়া পরিহার করতে হবে। সেই সাথে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। এছাড়াও কায়িক পরিশ্রম করতে হবে। সঠিকভাবে উচ্চ রক্তচাপ মাপতে হবে। যেখানে সেখানে উচ্চ রক্তচাপ না মেপে বিশেষজ্ঞ ডাক্তারের নিকট মাপাটাই উত্তম বলে অভিমত ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের সভাপতি বলেন, চলতি বছরের আগস্ট মাসে হার্ট ফাউন্ডেশন পূর্ণাঙ্গ ভাবে চালু হবে। এখানে মানুষ স্বল্পমূল্যে এবং বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে হার্টের চিকিৎসা সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, উচ্চরক্ত চাপ মুক্ত থাকতে হলে নিয়মিত শাকসবজি ও ফলমূল বেশি করে খেতে হবে। সেই সাথে সকল প্রকার মাদক সেবন, গ্রহণ ও পান করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করেন। শেষে উপস্থিত সকলে মিলে ক্যাম্প পরিদর্শন করেন।

    বাংলাদেশ সময়: ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ