• শিরোনাম

    রাজশাহীতে দুই দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্প শুরু

    নিজস্ব প্রতিবেদক: শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

    রাজশাহীতে দুই দিনব্যাপি ফ্রি ডেন্টাল ক্যাম্প শুরু

    apps

    কথায় আছে দাঁত থাকতে যারা দাঁতের মর্ম বোঝেনা, তারা পরে শত চেষ্টা করেও দাঁত রাখতে পারেনা। আর যাদের দাঁত নাই তারাই বোঝে দাঁতের কি মর্ম। এজন্য বছরের একবার হলেও দাঁতের চিকিৎসা করা ও পরিস্কার করা প্রয়োজন। দাঁতের পরিচর্যা বিষয়ে জনগণকে সচেতন করতে অন্যান্য বছরের ন্যায় রাজশাহী ভেরীপাড়া মোড় হেলেনাবাদ স্কুল রোডে শুরু হয়েছে আবিদ ডেন্টাল কেয়ারে দুইদিনব্যাপি ফ্রি ডেন্ডাল ক্যাম্প। চলবে ১৫ জানুয়ারী দুপুর ১টা পর্যন্ত।

    আবিদ ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ বলেন, তিনি শুরু থেকেই ফ্রি ডেন্টাল ক্যাম্প করে আসছেন। তবে করোনা মহামারীর কারনের বিগত বছরগুলোতে তিনি করতে পারেননি। এখন আবার তিনি শুরু করেছেন। আগামীতে আরো বড় আকারে এই ক্যাম্প করবেন বলে উল্লেখ করেন আবিদ। সেইসাথে ক্যাম্পে এসে ফ্রি চেকআপ করানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ডাক্তার সেকেন্দার কানিজ খাদেমাতুল ইসলামসহ অন্যান্য সহকারীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১০:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ