• শিরোনাম

    রাজবাড়ীতে গৃহবধূ মিনু হত্যা মামলায় স্বামী ও শ্বাশুড়ি গ্রেফতার

    ফয়সাল আহমেদ, রাজবাড়ী মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

    রাজবাড়ীতে গৃহবধূ মিনু হত্যা মামলায় স্বামী ও শ্বাশুড়ি গ্রেফতার

    apps

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধূ মিনু বেগম (৩০) হত্যা মামলায় স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১২ বছর আগে আপন চাচাতো বোন মিনু বেগমকে বিয়ে করেন উজ্জল। তবে এ দম্পতির কোন সন্তান না হওয়ায় তিন বছর আগে আরেকটি বিয়ে করেন উজ্জল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মিনুকে মারধরও করতো স্বামী। এসব বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত ৫ আগস্ট ভোরে স্ত্রী মিনু বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকির ভেতর ফেলে দেয় উজ্জল। এ কাজে উজ্জলকে সহযোগীতা করেন তার বাবা কুদ্দুস শেখ ও মা জহুরা বেগম। ১৯ আগস্ট টয়লেট থেকে গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ টয়লেটের রিং স্লাব তুলে ট্যাংকির ভেতর থেকে মিনুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

    এঘটনায় ওইদিনই মিনুর মা সোনা বানু বাদী হয়ে উজ্জল ও তার বাবা-মাসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

    মামলার প্রধান আসামি উজ্জলকে ফরিদপুর শহর থেকে গ্রেফতার করে র‍্যাব।

    অপরদিকে, মামলার তিন নম্বর আসামি জহুরা বেগমকে গ্রেফতার করে রাজবাড়ী জেলা পুলিশ।

    বাংলাদেশ সময়: ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ