• শিরোনাম

    –রাজধানীর চকবাজার এলাকা হতে ৪৯২২৫৩ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ০১ জন ঔষধ কালোবাজারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    নিজস্ব প্রতিবেদক: বুধবার, ১৬ নভেম্বর ২০২২

    –রাজধানীর চকবাজার এলাকা হতে ৪৯২২৫৩ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ০১ জন ঔষধ কালোবাজারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    apps

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

    এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন ইমামগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মূল্যের ৪,৯২,২৫৩ (চার লক্ষ বিরানব্বই হাজার দুইশত তিপ্পান) পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সজল বর্মন (২৮) বলে জানা যায়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।

    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৩:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ