• শিরোনাম

    মানবিক সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি; মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

    মানবিক সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    apps

    নেত্রকোনায় জেঁকে বসেছে শীত চাদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেলা জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে রোদের দেখা পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাড়িয়েছে।

    গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার সাথে শীতল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। সারাদিন জুড়ে হালকা কুয়াশাচ্ছন্ন থাকে মাঝে মাঝে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বইতে থাকায় অনেক বেশি শীত অনুভূত হয়।

    তীব্র শীতের প্রকোপে দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষরা। এসব মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন।

    নেত্রকোনা উপজেলা সদরের মদনপুর ইউনিয়নের কাংশা আশ্রয়ণ প্রকল্প ও শাহসুলতানের মাজারে পাঁচ শতাধিক অসহায় ছিন্নমূল, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের শীত নিবারণে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সদস্যরা।

    কম্বল বিতরন শেষে জেলা প্রশাসক জানান, শীতের প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করতে এধরনের কার্যক্রম চালু থাকবে।

    বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ