• শিরোনাম

    মাধবপুরে বজ্রপাতে চাচী ভাতিজির মৃত্যু আহত ১

    লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

    apps

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে নারী-শিশু দুইজনের মৃত্যু হয়েছে নিহতরা সম্পর্কে একে অন্যের চাচী-ভাতিজি, গত শুক্রবার (২৫-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (২২) স্থানীয় লোকজন জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

    এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন পরে স্থানীয় লোকজন তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত অবস্থায় শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারকে (২৫) হাসপাতালে চিকিৎসা চলছিল। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মন্জুর আহসান জানান, বজ্রপাতে নিহত দুজন ও আহত নারীর পরিবারকে সরকারি অর্থসহায়তা প্রদান করা হবে।

    বাংলাদেশ সময়: ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ