• শিরোনাম

    মাগুরায় কোটি টাকার সম্ভাবনাময় কন্দাল জাতীয় ফসলের কৃষি মেলা

    রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : সোমবার, ০৮ মে ২০২৩

    মাগুরায় কোটি টাকার সম্ভাবনাময় কন্দাল জাতীয় ফসলের কৃষি মেলা

    apps

    মাগুরায় আজ সোমবার (৮ মে) থেকে বছরে কয়েক কোটি টাকা আয়ের সম্ভাবনা নিয়ে কন্দাল বা মাটির নিচে উৎপাদনশীল ফসলের তিন দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

    মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই বিশেষ কৃষি মেলা।

    সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, মাগুরা সদর উপজেলার প্রায় ৪২ হেক্টর জমিতে কন্দাল জাতীয় ফসল বছরব্যাপী উৎপাদন হয়। যার বাজার মূল্য কমপক্ষে এক কোটি টাকা। তুলনামূলক কম সার ও কীটনাশক ব্যবহারের কারণে কন্দাল জাতীয় ফসল অধিক নিরাপদ।

    বাংলাদেশ সময়: ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ