• শিরোনাম

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ”

    খন্দকার আমির হোসেন: সোমবার, ০৭ আগস্ট ২০২৩

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ”

    apps

    ০৫ আগস্ট ২০২৩ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রীতি ফুটবল ম্যাচ পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১।

    শহিদ ক্যাপ্টেন শেখ কামালের চরিত্রে বহুমুখী গুণাবলীর সম্মিলন ঘটেছিলো উল্লেখ করে সভাপতি তাঁর বক্তব্যে যুবসমাজকে শেখ কামালের কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক গঠনমূলক কাজে সম্পৃক্ত হবার আহবান জানান।

    পরবর্তীতে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ, নরসিংদী ও নরসিংদী পৌরসভার মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

    বাংলাদেশ সময়: ৩:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ