• শিরোনাম

    মসিকের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ অগ্রগতি দেখতে পরিদর্শন দল

    আবু নাঈম শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    মসিকের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ অগ্রগতি দেখতে পরিদর্শন দল

    apps

    স্থানীয় সরকার বিভাগের আগবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাগমারায় একটি ৬ তলা নগর মাতৃসদন ও গুল্কীবাড়িতে একট ৩ তলা নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে।

    আজ এডিবি মিশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এসব কাজের অগ্রগতি দেখতে আজ প্রকল্পস্থল পরিদর্শন করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ পরিদর্শনকারী দলকে প্রকল্পস্থল পরিদর্শন করান।

    পরিদর্শনকারী দল পরবর্তীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সাথে সাক্ষাৎ করে। এ সময় স্বাস্থ্য সেবার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

    এ সময় প্রকল্পের ডিপিডি মো: সিদ্দিকুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শরিফ হোসেন, এডিবি মিশন প্রতিনিধি ফাইজা আহাদ, রুবী সরকার ও মিনহাজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও এলজিইডি এর প্রকৌশলীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৯:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ