• শিরোনাম

    “মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

    খন্দকার আমির হোসেন: সোমবার, ২৬ জুন ২০২৩

    “মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

    apps

    ২৫ জুন ২০২৩ তারিখ ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ শীর্ষক উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন জনাব মো: মাহমুদুল হোসাইন খান, সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব সানজিদা সোবহান এনডিসি, অতিরিক্ত সচিব (সমন্বয়), মন্ত্রিপরিষদ বিভাগ।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানসহ বিভিন্ন জাতীয় ও আন্তার্জাতিক দলিলে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে উল্লেখ আছে জানিয়ে সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাঠপর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুসরণ আবশ্যক মর্মে অবহিত করেন।
    সম্পূর্ণ লাইফ সাইকেলকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং সুবিধাভোগীর পরিধি বৃদ্ধির ফলেস্মাজিক নিরাপত্তা কার্যক্রম আরও বিস্তৃতি লাভ করবে উল্লেখ কিরে সভাপতি তার বক্তব্যে সেমিনারে প্রদত্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাগণকে উজ্জীবিত করবে এবং তাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

    বাংলাদেশ সময়: ১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ