• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ রবিবার, ০২ এপ্রিল ২০২৩

    ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা

    apps

    “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব ” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

    জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত।

    এ সময় বক্তারা বলেন, অটিজমরা সমাজের বোঝা নয়, তাদেরকেও প্রশিক্ষিত করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে সকলকে সচেতন ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। পরে অসচ্ছল বিশেষ চাহিদা সম্পন্ন ৫৫ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৯:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ