• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১১ জুন ২০২৩

    ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যার বিচারের দাবীতে  মানববন্ধন

    apps

    ব্রাহ্মণবাড়িয়ায় জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত প্রবাসী খাইরুল ইসলাম খোকনের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের সদর উপজেলার বাসুদেব বাসস্ট্যান্ড মোড়ে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কোড়াবাড়ি গ্রামের মেম্বার আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহম্মেদ মোল্লা, যুবলীগ নেতা আব্দুল গফুর বাদল, মামলার বাদি নিহতের ভাই আকরাম হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, স্থানীয় মলাই মিয়া, খসরু, মামুনসহ তাদের সন্ত্রাসীবাহিনী পরিকল্পীতভাবে খোকনকে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনায় জড়িতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বক্তারা, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নারী-পুরুষসহ নানা শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

    উল্লেখ্য, ধান ক্ষেতে হাল চাষের ৫ শত টাকা পাওনা নিয়ে কোড্ডা গ্রামের মলাই মিয়া ও শাহআলমের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (৪ জুন) রাতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে মলাই মিয়ার পক্ষের লোকজনের বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হয়।

    বাংলাদেশ সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ