• শিরোনাম

    বান্দরবানে রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আলামগীর সুমন, বান্দরবান প্রতিনিধি : রবিবার, ২৮ মে ২০২৩

    বান্দরবানে রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    apps

    বান্দরবানে নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮ মে) দুপুরে বান্দরবান সেনা নিবাসের অফিসার্স মেসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় জিটুআই মেজর শায়েখ উজ জামান, ৫ বেঙ্গলের মেজর এএসএম মাহামুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সেক্রেটারী মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ব‌লেন, দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবর্দা প্রস্তুত। কেএনএফ’র অপতৎপরতায় পাহাড়ে বসবাসরত মানুষদের নেতিবাচক প্রভাব পরছে, সামনে আরো কঠিন অবস্থা তৈরী হবে। ইতিমধ্যে কেএনএফ’র হামলায় গুলোতে ৩ জন সেনা সদস্য প্রাণ দিয়েছে এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২ সেনা অফিসারসহ ৩ জন। তাই সন্ত্রাসী নির্মুলে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান অব্যহত র‌য়ে‌ছে। সন্ত্রাসী জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আলোচনার পথ খোলা রয়েছে বলে ও জানান।

    বাংলাদেশ সময়: ১১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ