• শিরোনাম

    বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব : চসিক মেয়র

    মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধি রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

    বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব : চসিক মেয়র

    apps

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বাস্তবায়নে জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত গ্রামীণফোন এর সহযোগিতায় ফুড প্যাকেজ গত ৩ সেপ্টেম্বর অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী।

    সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর পারভেজ। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার সঞ্চালনায় সম্মানিত অতিথি চসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আঁকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ বিতরণকালে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    চসিক মেয়র বিতরণকালে বলেন, বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব। ঘরের সামনে আপনারা বর্জ্য সমূহ সংরক্ষণ করলে আমাদের সেবকরা গিয়ে তা সংগ্রহ করবে। জলাবদ্ধতা ফলে সৃষ্ট ক্ষতিকর পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য মত রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে হাজির রয়েছি। আমরা ও আওয়ামী লীগের নেতারা সব সময় যেকোনো দুর্যোগে আপনাদের পাশে থেকেছে।

    বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ