• শিরোনাম

    বড় ডাব সর্বোচ্চ ১৩০ টাকায় বিক্রয়ের নির্দেশনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের

    খন্দকার আমির হোসেন: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

    বড় ডাব সর্বোচ্চ ১৩০ টাকায় বিক্রয়ের নির্দেশনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের

    apps

    বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় হতে ডাবের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জেলা হাসপাতাল, সদর উপজেলার সামনে, সদর হাসপাতালের সামনে ও বড়বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। তদারকিকালে ক্রয়- বিক্রয় রশিদ না থাকা এবং অত্যধিক মূল্যে ডাব বিক্র‍য় করায় ৪০ ধারায় মোতাবেক মেসার্স সুইটি স্টোরকে ২ হাজার, মেসার্স ফ্যামিলি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ শত, মেসার্স রাব্বানী ডাব বিতানকে ১ হাজার, মেসার্স সততা নারকেল আড়ৎকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    পাইকারি ও খুচরো পর্যায়ে ডাব বিক্রেতাদের রশিদ সংরক্ষণ, মূল্য লিখে প্রদর্শন, বড় ডাব ১২০- ১৩০, মাঝারি ডাব ১০০- ১১০ এবং ছোট ডাব ৯০- ৯৫ টাকায় বিক্রয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ