• শিরোনাম

    পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক

    আব্দুর রহমান, সাতক্ষীরা: শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

    পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক

    apps

    সাতক্ষীরার ৭টি উপজেলা জুড়ে চলছে পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজ। এসব কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বিষ্ণুপুর সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। এদিকে কৃষকরা এখন পাঠ কাটা, পানিতে ডুবানো, ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই আবার পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকিয়ে বাজারে
    বিক্রি করছেন।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, চাঁচাই, পারুলগাছা, ফরিদপুরসহ পাট চাষিরা পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রির করছেন। তালা উপজেলার মাগুরা গ্রামের পাট চাষি শামীম গাজীসহ এলাকার অন্যান্য কৃষক জানান, গতবছরের তুলনায় এবছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। এবছর লাভবান হবে
    বলে মনে করছেন তারা। কলারোয়া উপজেলার মাঠজুড়ে স্বপ্ন দেখছেন পাট চাষিরা। ইতোমধ্যে পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজ শেষ পর্যায়ে। ভালো দাম পাওয়ার আশাবাদি তারা।

    কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অন্যান্য বছের চেয়ে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো। আশা করছি চাষিরা তাদের পাটের ন্যায্য মূল্য পাবে।

    বাংলাদেশ সময়: ৭:২২ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ