
স্টাফ রিপোর্টার: | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজি এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান মিজি’র অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, উপ প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম ও কাউসার আলম, একাউনট্যান্ট ক্লার্ক সাদ্দাম হোসেন ও মিতা রানী, নির্বাহী দপ্তরের আলমগীর হোসেন, মিঠুন হোসেন, শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য তিনি ৮ নভেম্বর ১৯৮৩ খ্রি. চাকুরীতে যোগদান করেন। দীর্ঘমেয়াদে বিভিন্ন পদে সততার সহিত অর্পিত দায়িত্ব পালন করেন। গত ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় অবসর জনিত বিদায় গ্রহণ করেন।
Posted ৯:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।