• শিরোনাম

    পবায় তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী

    নিজস্ব প্রতিবেদক: শুক্রবার, ১৭ জুন ২০২২

    পবায় তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী

    apps

    রাজশাহীর পবায় ইউনিয়ন পরিষদ সদস্যগনের জন্য তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সদস্যগনের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, কোর্স ফোকাল পারসন উপপরিচালক (প্রশাসন ও সমন্বয়) সিনিয়র সহকারী সচিব সারমিনা সাত্তার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম। প্রশিক্ষণ অংশগ্রহনে ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ। কোর্স সমাপনীতে অনভুতি ব্যক্ত করেন হুজুরীপাড়া ইউপি সদস্য ইসাহাক আলী ও মজিবর রহমান, বড়গাছী ইউপি সদস্য মনিরা খাতুন, হরিপুর ইউপি সদস্য সুলতানান নাসিরা। উল্লেখ্য ইউনিয়ন পরিষদের সদস্যগনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯, ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পত্তিসমুহ এবং আয়ের উৎস, ইউনিয়ন পরিষদের বাজেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদ কার্যপরিচালনা, উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন, সরকারি ক্রয় পদ্ধতি, ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ ও নিরীক্ষা, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম, ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, দূর্যোগ ব্যবস্থাপনা, শুদ্ধাচার কৌশল ও পারস্পরিক শিখন কর্মসূচি (HLP), ডিজিটাল বাংলাদেশ ও মাঠ পর্যায়ে উদ্বাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ সমাপনীতে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদ সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ