• শিরোনাম

    পবায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    নিজস্ব প্রতিবেদক: বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

    পবায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    apps

    রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার।

    সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, ইসলামিক ফাউন্ডেশন পবা প্রতিনিধি মুসলেমউদ্দীন,

    উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও ইউআইটিআরসিই ইসমোতারা খাতুন, উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম হোসেন, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি আসলাম আলী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৮:০০ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ