• শিরোনাম

    পবায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

    পবায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    apps

    রাজশাহীর পবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    পাট অধিদপ্তর রাজশাহীর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় এর সভাপতিত্বে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বাগমারা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমতিয়াজ দেওয়ান।

    এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনব্যাপী প্রশিক্ষণে পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর নাবী পাটবীজ উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

    বাংলাদেশ সময়: ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ