• শিরোনাম

    নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন

    বান্দরবান : শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

    নানা আয়োজনে বান্দরবানে মহান  বিজয় দিবস উদযাপন

    apps

    নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান
    শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে সদরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন
    পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা। পরে সকাল ৮টা ৩০ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় মহান বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ
    করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবররীজি ও পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, মোঃ শেখ ছাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী সহ সরকারী বেসরকারী উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনে পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

    বাংলাদেশ সময়: ১০:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ