• শিরোনাম

    নাজিরপুরে জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রয়

     বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার, ১৩ মে ২০২২

    নাজিরপুরে জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রয়

    apps

    পিরোজপুরের নাজিরপুরে ১২মে শ্রীরামকাঠী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত ১০ হাজার একশত ৪ লিটার তেল শুক্রবার ১৩মে সকালে স্থানীয় খোলা বাজারে ভোক্তাদের মাঝে ১৬০ টাকা লিটার দরে বিক্রয় করে উপজেলা প্রশাসন। ভোক্তারা প্রশাসনের এ উদ্দ্যোগকে স্বাগত জানান। উলেখ্য বৃহস্পতিবার বিকেল ৫টায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে এন এস আই ও উপজেলা প্রশাসন যৌথ উদ্দ্যোগে শ্রীরামকাঠী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্র দ্রব্য, অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পন্যের মুল্য তালিকা না থাকায় ৪ মুদি দোকানিকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১০ হাজার একশত ৪ লিটার তেল জব্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেনীর অসাদু ব্যবসায়ী তেল মজুদ ও বেশী দামে বিক্রয় করছে,তেলের মুল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৮:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ