রবিবার ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

নরসিংদী জেলা প্রতিনিধি   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

অনারম্বর পরিবেশে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় জেলা শহরের জেলখানা মোড়াস্থ পীর মোহাম্মদ খান প্লাজার তৃতীয় তলায় সংগঠনের এ কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন।

পরে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ফুল দিয়ে অতিথিকে বরণ করে নেন। এসময় প্রকৌশলী মো. বোরহান উদ্দিন সংগঠনের সদস্যদের সাথে পরিচিত হন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন।

তিনি নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কলম সৈনিকদেরকে সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের আহবান জানান। তিনি বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে একজন নির্দোষ মানুষ বেঁচে যেতে পারে। আবার এই লেখনী অনেকের জন্য বিপদের কারণ হতে পারে। আপনারা সত্য ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশন করলে সেই লেখনী কখনো কোন নির্দোষী ব্যক্তির বিপদের কারণ হয়ে দাঁড়াবে না। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করা একজন সংবাদকর্মীর ঈমানী দায়িত্ব। আর এ দায়িত্ব মহান আল্লাহ প্রদত্ত আপনাদের উপর অর্পিত হয়েছে।

তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবীণ ও নবীনদের সংমিশ্রনে নরসিংদীর সাংবাদিক ইউনিয়ন একদিন জেলার গণমাধ্যম কর্মীদের দিকপাল সংগঠন হিসেবে পরিণত হবে।

নরসিংদীর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু বলেন, সাংবাদিক সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে নরসিংদীর সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে। জেলায় কর্মরত যে কোন সংবাদ কর্মীকে সংগঠনের সদস্য মনে করে তাদের অধিকার আদায়ের এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করাই হবে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। আর এই লক্ষ্যেই কাজ করছে নরসিংদী সাংবাদিক ইউনিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হাফেজ খন্দকার আমির হোসেন, সাধারণ সম্পাদক তুহিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, কোষাধক্ষ্য তন্ময় সাহা, দপ্তর সম্পাদক ঈদুল ফিতর, নির্বাহী সদস্য কাজী ফয়জুল জালাল লিমন, আলমগীর পাঠান সিনিয়র সদস্য লক্ষণ বর্মন, এম ওবায়দুল কবির, শামীম মিয়া, আবু বক্কর সিদ্দিক, হিমেল দে, সৈয়দ ইমরান সহ অন্যান্য সদস্যরা।

পরে নরসিংদীর সাংবাদিক ইউনিয়নের মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ খন্দকার আমির হোসেন।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1026 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins