• শিরোনাম

    নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ রূপ নেয় গণমাধ্যম কর্মীদের মিলন মেলায়

    নরসিংদী জেলা থেকে খন্দকার আমির হোসেন: মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ রূপ নেয় গণমাধ্যম কর্মীদের মিলন মেলায়

    apps

    “নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ‘মল্লিকা’ পিকনিক স্পটে সদস‍্যদের অংশগ্রহনে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

    আনন্দ ভ্রমণে আসা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যদের উপস্থিতি ড্রিম হলিডে পার্কের মল্লিকা পিকনিক স্পটটি সরগরম হয়ে উঠে। দীর্ঘদিন পরে বিভিন্ন উপজেলা থেকে আগত সহকর্মীদের দেখা পেয়ে সৌহার্দ্য বিনিময় সহ একে অপরকে জড়িয়ে ধরেন খোশগল্পে মেতে ওঠেন গণমাধ্যম কর্মীরা। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের এই আনন্দ ভ্রমণ জেলার গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় রূপ নেয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা নাচ-গান, আনন্দ-উল্লাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিনব্যাপী মল্লিকা পিকনিক স্পটটি মাতিয়ে রাখেন।

    দিনব‍্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় নরসিংদী জেলার রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ। এর মধ‍্যে ছিল আলোচনা সভা, বিনোদনের ছোয়ায় নাচ-গান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।

    দুপুরে ড্রিম হলিডে পার্কের মল্লিকা পিকনিক স্পটে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ( ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক সিআইপি আলী হোসেন শিশির।

    অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আল-আমিন রহমান।

    নরসিংদী জেলা রিপোর্টার্স সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বাবু মাখন দাস।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, মুগদা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুবিনয় কৃষ্ণ পাল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মো. নুরুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সমন্বয়ক মকবুল হোসেন (সাবেক কমিশনার), আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপকমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও সদস্য সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়েদুল কবীর প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সাংবাদিকরা ন্যায়ের পক্ষে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কলম চালাবে আমরা সহায়তা করবো।’

    প্রধান আলোচক বলেন, ‘আমরা হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সবসময়।’

    উদ্বোধক আল আমিন রহমান বলেন, ‘নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব সবসময় অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কলম চালাবে আমরা সহায়তা করবো।’

    আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের পর আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্র এর প্রথম পুরস্কার বিজয়ী হন , সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন সহ-সভাপতি ও আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপকমিটি আহ্বায়ক মনিরুজ্জামান এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হন দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন। মাধবদী থানার ওসি (অপারেশন্স) জসিম উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    পরে সকল সদস্যরা ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে আরোহন করাসহ দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করে সন্ধ্যার পর উৎফুল্ল মনে বাড়ি ফিরে আসেন।

    বাংলাদেশ সময়: ৩:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ